স্বপ্ন গুলো সত্যি হলে তবে বড় সুখী
মিথ্যে হলে সবে জানে নিজে পোড়ামুখী।
জীবনের এই পথে কত সুর শুনি
কল্পনার সুখ চেয়ে স্বপ্ন শুধু বুনি।
লাভ নাই ভুঁড়িভুঁড়ি স্বপ্ন দেখে এত
পূর্ণ হলে এই প্রাণ মিথ্যে হয়ে যেতো।
কিছু সুখ কিছু দুঃখ পেলে রাঙে মন
হাসি নয় দু'টি চোখে অশ্রু প্রয়োজন।


স্বপ্ন ভেঙে গেলে বুঝি মন ভেঙে যায়?
আমি বলি মিছামিছি শুধু গান গায়।
কত স্বপ্ন আসে যায় কত মনে বাঁধে
সাময়িক কষ্ট পেয়ে ধূলা মেখে কাঁদে।
মূর্খ সবে সুখ লাগে আসে পৃথিবীতে
স্বর্গ বিধি কেন গড়ে কারে সেথা নিতে?


রচনা কাল : ২৪/০৪/২০১৯ ইং