কাশফুল ফুটে আছে, বন করে সাদা।
চলে গেছে বর্ষা জল, নেই আর কাদা।
নদী নালা খাল বিলে, জল গেছে তলে।
নানা রঙে ফুল ফুটে, আছে ডালে ডালে।
আকাশে পাখি বেড়ায়, রোদ যেন হাসে।
কালো মেঘ দূরে গেছে, সাদা মেঘ ভাসে।
সবুজ ঘাসের আলে, গরু ঘাস খায়।
বট বৃক্ষ ছায়াতলে, রাখাল ঘুমায়।


সাদা মেঘ ফাঁকে ফাঁকে, দেখা যায় নীল।
পাখা ঝাপটায় সুখে, শরতের চিল।
রাখালের বাঁশি যেন, বাজে সুরে সুরে।
প্রকৃতি নীরব হয়ে, শোনে প্রাণ ভরে।
শরতের চাঁদ তারা, চকচক করে।
আলো দেয় মিষ্টি লাগে, মন যায় ভরে।


রচনা কাল ঃ
০৪/০৮/২০১৭ ইং
৯ঃ২১ পিএম