কৃষকের মুখে হাসি বুকে আছে বল
মিলেমিশে করে কাজ হয়ে এক দল।
রোদ বৃষ্টি বন্যা খরা যত জ্বালাময়
সব কিছু দেহ প্রাণে সয়ে তারা রয়।
গ্রীষকালে রোদ মাঝে কাটে ইরি ধান
সেই সাথে খালি কন্ঠে গায় কত গান।
মাঠে মাঠে বারোমাসি করে তারা কাজ
মাঝে মধ্যে নানা রঙে করে যেন সাজ।


মেঠো পথে কাস্তে হাতে দৌড়ে মাঠে যায়
এই ভাবে মন জুড়ে সুখ খুঁজে পায়।
সোনা মাঠে সোনা ফলে ভরে যায় গলা
এই কথা কারো সাথে নাহি হয় বলা।
শেষে দেখি মুখে হাসি এতটুকু নাই
শস্য গুলো গেল কোথা কার কাছে চাই?


রচনা কাল : ২৩/১১/২০১৮ ইং