মন থেকে চাই যারে খুঁজে নাহি পাই
কোথা গেলে মন মত পাবো মন ভাই?
আপন আপন লাগে তার কাছে গেলে
ব্যথা আমি পাবো জানি সন্ধ্যা নেমে এলে।
আমি চাইলে কি আর হবে সব কিছু
তার মন না চাইলে মিছে যেতে পিছু।
জোর করে হয় না তো কারো বুকে স্থান
গান গেলে সুর ছাড়া মেলে নাহি মান।


কারো কাছে ভালবাসা নাহি আর মেলে
নিশি রাতে মন তাই কষ্ট সাথে খেলে।
সেই কষ্ট একদিন কাঁদবে অঝোরে
আর ব্যথা চাপবে না থাকব আদরে।
সয়ে নিতে ব্যথা মন করিস না ভুল
তাহলে জীবন তরী হারাবে যে কূল।


রচনা কাল : ১৫/০৮/২০১৮ ইং