সারা দিন বৃষ্টি ঝরে, থেমে নাহি যায়।
গ্রামের সবুজ ঘাস, নুয়ে পরে হায়।
পাখি গুলো নিরুপায়, বাসা তার ভেজা।
কোন দোষে কোন পাপে, পায় তারা সাজা।
গাছ গুলো ভেজা গায়ে, পাতা ঝুলে রয়।
মনে হয় বধূ বেশে, গাছ যে তাকায়।
উঠানের ধূলা মাটি, দূরে যায় চলে।
পড়ে যায় দাদু ভাই, যেন কাদা জলে।


দিন গেল রাত্রী এল, বৃষ্টি তবু ঝরে।
এত জল কোথা হতে, এসে নদী ভরে।
টিন চালে বৃষ্টি পড়ে, যেন ভাল লাগে।
তাই চোখে আসে ঘুম, যেন আগে বাগে।
শ্রাবণের এই বৃষ্টি, ঝরে দিবা নিশি।
ঘুম ভেঙে ভোরে দেখি, পানি হাটু বেশি।


রচনা কাল ঃ
২৪/০৭/২০১৭ ইং
৯ঃ৪৩ পিএম।