যদি সে হয় আপন, বুকে নিবো টেনে।
শত পথ শত নদী, পাড়ি দিবো সনে।
প্রতি দিন নিশি রাতে, ভালবাসি বলে ;
আদর সোহাগে তারে, রাখবো আগলে।
হাতে হাত চোখে চোখ, রেখে তার সাথে;
রবো হাজার বছর, জীবনের পথে।
আলো অন্ধকার মাঝে, তার হাত ধরে;
ধীরে ধীরে চলে যাবো, সমাপ্ত প্রহরে।


গাছের ছায়ার তলে, চুপ করে বসে ;
জীবনের অংক কষে, যাই যেন হেসে।
তার কথা ভেবে ভেবে, মনে কথা জমে।
বকুল ফুলের কাঁথা, রয়ে যায় বামে।
আমি চিরকাল তার, প্রেমের কাহিনী ;
রাখবো লিখে পাতায়, স্মরণে ধরনী।


রচনা কাল ঃ
৩১/০৫/২০১৭ ইং
৭ঃ৫১ পিএম।