ঝিরিঝিরি বৃষ্টি ঝরা, মনে স্মৃতি আনে।
ভিজে দেয় বুক যেন, আষাঢ় নয়নে।
কত ফুল ঝরে যায়, তবু মনে রয়।
ফুল মালার বাতাস, চিরকাল বয়।
মনের ব্যথার ঝড়, মনের গভীরে।
হেসে খেলে কথা বলে, পুড়ে হাহাকারে।
দেহের প্রতি কনায়, লেখা তার নাম।
শুষ্ক মনের আঁধারে, নেই তার দাম।


চোখের পাতার তালে, বেড়ে যায় ব্যথা।
নিশ্চুপ নয়নে তাই, ঝরে যেন কথা।
মনে আসে কত স্মৃতি, কত হাসি গান।
আজ সব যেন বেড়ে, হয় অফুরান।
নীল পরী সুখ এনে, ভরে দেয় বুক।
স্মৃতির কান্নার জল, স্মৃতিতে থাকুক।


রচনা কাল ঃ
০২/০৬/২০১৭ ইং
৭ঃ৫৫ পিএম।