স্মৃতিতে যেমন গন্ধ ছড়ে নিশি কালে
তেমন কষ্টের অগ্নি প্রিয় মুখ জ্বালে।
ফুটানো ফুলের পাতা ঘুচে সন্ধ্যা বেলা
নিরবে মজবে রাত্রে বেদনার খেলা।
নদীতে মেঘের ছায়া যেন ভেসে যায়
কলঙ্ক নিভৃতে যত্নে থেকে যেতে চায়।
সকালে রান্নার ধোয়া নিলাকাশে ভাসে
পুরনো প্রিয়ের মুখ তার মাঝে হাসে।


বুঝেছি আপন কথা ব্যথা ভরা রয়
নিজের সহস্র জ্বালা এক প্রাণে বয়।
আঁধার ঘনিয়ে এলে সব প্রিয় মুখ -
আড়ালে লুকিয়ে যেন পায় বড় সুখ।
বেদনা তাইতো আর দেই নাহি দাম
ভুবনে বিরহ আত্মা নেই আর নাম।


রচনা কাল ঃ ২২/০৫/২০১৯ ইং