হেসে খেলে জীবনটা যদি চলে যায়
কত কিছু চোখে পড়ে দেখা নাহি পায়।
স্বার্থ ছাড়া সুখ যেন কোথা নাহি পাই
সুখে থেকে বিরহের তাই গান গাই।
যত স্বপ্ন দু'নয়নে করে যায় খেলা
পূর্ণ হতে সবটুকু শেষ হয় বেলা।
বুক ভরা প্রেম আছে কেউ নাহি নেয়
কারো মন এই মনে সঁপে নাহি দেয়।


ব্যথা গুলো বুক জুড়ে করে আনাগোনা
একা ঘরে কাঁদি বলে প্রাণ হয় সোনা।
এই বুকে সর্বক্ষণে থাকে হাহাকার
কেউ নাহি দেখে শোনে আসে নাহি ধার।
বুঝে গেছি সব মনে আছে বড় সুখ
তৃপ্তি নাই তাই যেন কালো হয় মুখ।


রচনা কাল : ২২/০৩/২০১৯ ইং