বুকে চেপে ধরো যদি সুখে ভরে মন
প্রাণ বলে পৃথিবীতে তুমি খাটি ধন।
কপালের মাঝ খানে দিলে এঁকে চুমি
শ্রাবণের ধারা বয় যেন মরুভূমি।
হাসি দিলে প্রেম আসে জাগে মনে মায়া
সারাক্ষণ পাশে রই হয়ে তাই ছায়া।
মধুময় কন্ঠে কথা যত শুনা যায়
ততবার মন সুখে মরে যেতে চায়।


দূরে ছিলে দুঃখ ছিল সারা মন জুড়ে
বিরহের তাপে বুক গিয়ে ছিল পুড়ে।
কাছে এলে প্রেম দিলে ছুঁয়ে দিলে প্রাণ
কষ্ট সব মুছে গেল ফিরে পাই গান।
সাথি হয়ে ভালবেসে থেকো চিরকাল
সুখ দুঃখে পাশে রেখো ছেড়ো নাহি হাল।


রচনা কাল : ০২/১২/২০১৮ ইং