কত ভালবাসি আমি, স্বপ্ন চোখ জুড়ে।
তুমি যদি দাও দেখা, সুখ পাই নীড়ে।
তুমি আছো নদী জলে, আমি তরী পরে;
ভেসে ভেসে চলে যাই, যেন বহু দূরে।
দূর অজানায় রই, একা কোনো পথে।
কোনো খানে ভুলে যদি, দেখা হয় সাথে।
স্বপ্ন গুলো স্বপ্ন হয়ে, রয় যেন বেঁচে।
তোমায় করবো বের, জল সব সেচে।


সাগর মহাসাগর, ঠেলে দিয়ে দূরে;
পাহাড় চূড়ায় যেন, উঠলাম পরে।
গাছের শাখার ফাঁকে, দোয়েলের পাশে;
খুঁজলাম কত যেন, সূর্য আলো বেশে।
বহু ক্ষণ বহু দিন, পার করে আসি।
বাড়ি ফিরে চোখ মিলি, তুমি দিলে হাসি।


রচনা কাল ঃ
০৫/০৮/২০১৭ ইং
৮ঃ৫০ পিএম।