সুখ থেকে কষ্ট বেশি এ ভুবন মাঝে
যারে দিছো যত ধন রাখো তত কাজে।
গরীব ভাবে সর্বদা ধনী কত সুখী
ধনী ভাবে মাঝে মাঝে আমি বড় দুঃখী।
তুমি মজো নিরালায় এ ধরা খেলায়
সুখ দুঃখ হাসি কান্না সবার বেলায়।
সুখ যদি চাও শুধু কেন এলে ভবে
স্বর্গ মাঝে শাহিন রে ভাল ছিলি  তবে।


বুঝে গেছি এই খেলা নিশিদিন ভেবে
স্বর্গ মাঝে যেতে চাই কবে ফিরে দেবে?
সুখ দুঃখের ভুবনে শুধু কষ্ট পাই
এতটুকু সুখ পেয়ে দেখি আর নাই।
মন ভরে কষ্ট নিতে তাও যে পারি না
স্বপ্ন মাঝে সুখ এলে ভুলেও ছাড়ি না।


রচনা কাল : ১৩-১৪/১০/২০১৮ ইং