সুখে আছো বলে তাই বোঝো নিতো কষ্ট
ধীরে ধীরে দেহ মন হয়ে যাচ্ছে নষ্ট।
কত স্বপ্ন ছিল প্রাণে ছিল কত আশা
মিথ্যে হল সবটুকু দিয়ে ভালবাসা।
লাভবান হতে কাছে এসে ছিলে জানি
তৃষা ছিল বুক জুড়ে সব হল পানি।
আর কোন লাভ নেই তাই গেছো দূরে
সত্য প্রেম দিয়ে মন কাঁদে ব্যথা সুরে।


জানি কাছাকাছি তুমি হবে নাহি আর
বুক ভরা প্রেম নিয়ে গেছো পর ধার।
সেও সুখী তুমি সুখী, সুখী যেন ধরা
এক প্রাণ ব্যথা নিয়ে থাক আজ ভরা।
যেথা আছো সেথা থাকো নাহি কিছু চাই
মিছামিছি বিরহের এত গান গাই।


রচনা কাল : ২৬/০৩/২০১৯ ইং