সুখে আছো বুঝি


আগে যদি জানতাম ভুলেই যেতাম
মিছেমিছি এত কষ্ট তবে কি পেতাম।
সুখে আছো ভাল আছো ওই পর ঘরে
ভুলে গেছো সেই প্রেম পরের আদরে।
গান নেই সুর নেই আর এই ভবে
সুখ নেই আশা নেই দূরে গেছে সবে।
স্মৃতি গুলো ভালবেসে আজো থাকে সনে
সোনালি সন্ধ্যা বেলায় নেই কেউ বনে।


আঁধার রাতের সাথে বিরহের গান
কেমন সুখের তরে ভরে মন প্রাণ।
কি কথা বলবো আর বিরহের সুরে
বিঁধবে না কিছুই তো তোমার অন্তরে।
সুখী হলে কষ্ট কথা ছোঁয় না হৃদয়ে
ফিরে আর আসবো না থেকো না ক ভয়ে।


রচনা কাল : ১৭/০৬/২০১৮ ইং