এত ভালবেসে বুঝি, এলে কাছে ফিরে।
শূন্য হৃদয়ে আমার, সুখ দিলে ভরে।
পাশাপাশি চিরদিন, হাতে হাত রেখে;
জীবনের বাঁকা পথে, যাবো হেটে সুখে।
পরানে পরান বেঁধে, গড়া ছোট্ট নীড়ে;
সুখে যেন যায় কেটে, নদী কূল পাড়ে।
ভেবে ভেবে হই সাড়া, তোমার আড়ালে।
সুখে যেন বাঁধি ঘর, মোরা এক ডালে।


গভীর আঁধারে যদি, ভেঙে পরে ঘর;
কাছাকাছি থেকো তুমি, হইও না পর।
ভুবনে ভুবনে মোরা, রবো এক সাথে।
পাশাপাশি দু'জনায়, রবো এক পথে।
যত বাঁধা যত ঝড়, নেই কোন ভয়।
হাতে হাত রেখে সব, করে যাবো জয়।


রচনা কাল ঃ
০১/০৮/২০১৭ ইং
২ঃ৩৭ পিএম।