দুটি হাত ধরে যদি, দু'নয়নে চাও;
বুক করে চিন চিন, সুখে কাঁপে গাও।
মুখে যেন হাসি ফোটে, চোখ বুজে হায়।
এমন সুখের ক্ষণ, কয় জনে পায়।
ভাবনা কত আপন, নিশি দিন জুড়ে।
দূরে গেলে মন হায়, যেন যায় পুড়ে।
আদর সোহাগ পেয়ে, মন করে খেলা।
মাঝে মাঝে ভয় লাগে, ডোবে যদি ভেলা।


তোমায় দেখার সাধ, পাগল এ মন।
গোলাপের গন্ধে যেন, ভরে যায় মন।
তোমার হাতের ছোঁয়া, তুলে রাখি মনে।
নিশি রাতে ঘুম ভেঙে, সুখ লাগে মনে।
কত আশা বাঁধে বাসা, হৃদয় পাঁজরে।
রুপবতি রুপ যেন, দেখবো বাসরে।


রচনা কাল :
১৬/০৭/২০১৭ ইং
৩ঃ১৪ পিএম।