ফোন নাহি দাও আর থাকো পর ঘরে
ভয় পেয়ে ধীরে ধীরে যাচ্ছো তুমি সরে।
একদিন এই ভাবে যাবে মোরে ভুলে
কথা আর হবে নাক আর মন খুলে।
ব্যস্ত আছো যারে নিয়ে সেই হবে সব
এই অভাগার গানে রবে কলরব।
জানি আজ মনে চায় মোরে ফোন দিতে
চুপিসারে প্রেম চাও বুক ভরে নিতে।


দূরে আছো বহু দূরে ছোঁয়া নাহি যায়
পাশাপাশি সারাক্ষণ মন শুধু চায়।
ভুলে যেতে এই মন কাঁদে ঝারে ঝার
সত্য প্রেম এই ভবে মেনে নেয় হার।
কষ্ট যত হয় হোক রয়ে যাবো দূরে
সুখী হও সংসারেতে দেখ নাক ঘুরে।


রচনা কাল : ১২/০২/২০১৯ ইং