খাই দাই ঘুরিফিরি কাজ কাম নাই
টাকা ছাড়া পথ চলি তবু গান গাই।
বেকারের অভিশাপ লেগে আছে গায়ে
বসে আছি মাঝি ছাড়া ভাঙা কোন নায়ে।
কূল নাই দিসা নাই যাই কোন খানে
মাঝে মাঝে ঢেউ আসে ভয় লাগে প্রাণে।
সব পাড়া ছেলেদের ডাক নাম শুনি
নিজ নাম শুধু যেন স্বপ্ন মাঝে বুনি।


কল্পনাতে বাড়ি কিনি তুলি বড় ঘর
পুকুরেতে ছাড়ি মাছ সারাদিন ভর।
পর ছিল যারা ভবে নিজ হয় তারা
প্রাণ খুলে হাসি দিয়ে ঘুরি সারা পাড়া।
কবে পাবো এই ক্ষণ ভাবি নিশিদিন
পড়ে আছে বোঝা হয়ে কত টাকা ঋণ।


রচনা কাল : ২৬/১১/২০১৮ ইং