তারে বিনে মন কাঁদে কোথা গেলে পাই
জ্বলে পুড়ে বুক মাঝে হয়ে গেল ছাই।
কত দিন হয়ে যায় কথা নাহি বলে
পর বুকে ঘুম দেয় পর সাথে চলে।
একা আছি বলে প্রাণ ছটফট করে
অন্ধকারে হাসে স্বপ্ন চোখে অশ্রু ঝরে।
ব্যথা ভরা কথা গুলো কার কাছে কই
চুপিসারে একা একা শুধু বসে রই।


যত জ্বালা দিতে পারে দিক সব ছুড়ে
দেখি বুক কত দিন যেতে পারে পুড়ে।
সময়ের স্রোতে গেছে বহু দূরে ভেসে
ভুলে গিয়ে সব কিছু আছে সেথা হেসে।
ইমু আর ফেসবুকে ফিরে নাহি চায়
মনে নেই আছি বসে তার অপেক্ষায়।


রচনা কাল : ২৬/১২/২০১৮ ইং