মনে মনে ভালবাসি, শুধু যে তোমায়।
দূর হতে মন যেন, পথ চেয়ে রয়।
তুমি যদি কাছে আসো, কি জানি কি হয়।
মুখের ভাষা আমার, শুধু থেমে যায়।
বলতে পারি না মুখে, ভালবাসি হায়।
তাই যেন জ্বলে জ্বলে, বুক পুড়ে যায়।
বাঁধা আসে বুক জুড়ে, কি যে বলি তায়।
থরথর কাঁপে কথা, মুখের ভাষায়।


দেখা হলে পথ মাঝে, চুমকে দাঁড়াই।
বুক কেঁপে শব্দ আসে, শুনতে যে পাই।
মনে জাগে শিহরণ, অন্য দিকে চাই।
পর ক্ষণে চেয়ে দেখি,  তুমি সেথা নাই।
কষ্টে কষ্টে দুঃখ জলে, কোথা ভেসে যাই।
মনের মানুষ মনে, কেমনে যে পাই।


রচনা কাল ঃ
০৪/০৮/২০১৭ ইং
৭ঃ৩৯ পিএম