তোমার ইচ্ছেতে রেখো কিছুই চাই না
যা দিয়েছো হাত ভরে তাইতো খাই না।
কি বা চাওয়ার আছে কি বা দরকার
তবু দেখি চারিদকে ঘুরে বার বার।
বাহ্যিক কোন কিছুই নেই তো নাজাই
দেহটারে কত করে তাই তো সাজাই।
তবু মনের চাওয়া রয়ে গেছে বাকি
তাই যেন ঘর কোণে চুপিসারে থাকি।


এত দেয়ার পরেও যদি আরো চাই
শুনলে বলবে লোকে করে খাইখাই।
সব কিছু পূর্ণ হলে স্বপ্ন যায় মরে
তাই বুঝি কিছু আশা যত্নে রাখো ধরে?
শাহিনের আশা গুলো স্বপ্ন হয়ে থাক
ভাবনাতে থেকে থেকে ঘুরপাক খাক।


রচনা কাল : ০৯/১০/২০১৮ ইং