কাছে এলে ভাল লাগে, মনে সুখ আসে।
দূরে গেলে মন যেন, ব্যথা নিয়ে হাসে।
বুকের ভেতরে উঠে, হারানোর ভয়।
নয়নে বেদনা ঝরে, হৃদয় পুড়ায়।
ক্ষণে ক্ষণে জাগে মনে, কি যেন হারিয়ে;
বাঁশ বনে একা হায়, রয়েছি দাঁড়িয়ে।
যে খানে হয়েছে কথা, কেটে গেছে বেলা;
আজ ঠিক সে খানেই, রয়েছি একেলা।


তুমি আসবে কখন, মোর জানা নাই।
সময় ফুরিয়ে যায়, তবু দেখা নাই।
তোমার চুলের গন্ধ, যেখানেতে পাই;
দাঁড়িয়ে তোমার কথা, শুধু ভেবে যাই।
জানি এই মহা পথে, যেন ঘুরে ফিরে;
আবার দু'জনে দেখা, হবে সেই ঘরে।


রচনা কাল ঃ
২৮/০৬/২০১৭ ইং
১ঃ২৬ পিএম।