তোমার সন্ধান মেলে তোমাকে মেলে না
যে টুকু মেলে তাতেও মাথায় খেলে না।
শত নামে শত স্থানে তোমাকে পেয়েছি
সে নামেও কত গান হৃদয়ে গেয়েছি।
নিশ্বাসে বিশ্বাসে আছো প্রতি ক্ষণে ক্ষণে
একদিন পাবো দেখা ভাবি মনে মনে।
সেদিন নীরব হয়ে শুষ্ক দু'নয়নে
তাকিয়ে ছিলাম একা ঝরাফুল বনে।


কীর্তন গজলে দেখি প্রতি যুগে যুগে
ধর্মীয় বইয়ে আছো তবু যাই ভুগে।
কিছুই মানে না মন মিথ্যে মনে হয়
ভুলভালে কার নামে দেয় সবে জয়।
অন্ধবিশ্বাসে সবাই আছে যেন ডুবে
এটা তারা মিথ্যে ভাবে সূর্য ওঠে পুবে।


রচনা কাল : ১৬/১০/২০১৮ ইং