স্মৃতি বড় অভিমানী থেমে থেমে আসে
যত আসে তত ব্যথা দেয় ভালবেসে।
তুই আজ ছলনার জালে যেন বাঁধা
কষ্ট দিয়ে যাস কেঁদে মন তোর সাদা।
স্বপ্ন ভাঙা মন আর ব্যথা ভরা প্রাণ
সব মিলে বিরহের বাজে কত গান।
নিরবতা দেয় জ্বালা কিছু তুই বল
আর কিছু পথ তুই মোর সাথে চল।


ভুলে যেতে চাই যদি বাড়ে আরো জ্বালা
ফেঁটে ফেঁটে এই বুক হয়ে যায় ফালা।
ঘর বেঁধে নিলি তুই দিলি তারে মন
হাহাকার দিলি বুকে অশ্রু দু'নয়ন।
যত ফোন দেয় আজ পেয়ে নাহি পাই
পুড়ে পুড়ে প্রাণ তাই হয়ে গেল ছাই।


রচনা কাল : ০১/০৪/২০১৯ ইং