আমার কবিতা হলে আমি তাই কবি
কবিতা ছাড়া কবির যেন মিছে সবি।
মনে প্রাণে নিছি মেনে তুমিই কবিতা
তাইতো তোমায় ছাড়া জ্বলে বুকে চিতা।
তোমাতেই যেন প্রাণ তোমাতে মরণ
সুখী হবে এ হৃদয় করলে বরণ।
জানি না আমায় নিয়ে বাঁধবে কি ঘর
নাকি ভুলে গিয়ে তুমি করে দিবে পর।


আমার লেখার মাঝে শত যুগ ধরে
থাকবে জীবন্ত তুমি পাঠকের ঘরে।
সবাই জানবে তুমি কবিতা আমার
ভালবেসে যেন তারে মুগ্ধ বার বার।
তাই তো হাজার শব্দে তোমায় গাঁথছি
হৃদয়ের ভাজে ভাজে শুধু সুখ পাচ্ছি।


রচনা কাল : ৩০/০৮/২০১৮ ইং