তুমি এলে তাই বুঝি, সুখ এলো মনে।
নানা রঙে ফুল যেন, ফোটে বনে বনে।
তুমি এলে বর্ষা আসে, সুখে ভাসে আঁখি।
ভালবাসা নিয়ে আমি, করি মাখামাখি ।
তুমি এলে পাখি ডাকে, আম্র ডালে ডালে।
মধুমাখা শত গান, শুনি এই কালে।
তুমি এলে নদী জলে, মাছ করে খেলা।
সুখে যেন যায় কেটে, যায় সারা বেলা।


ভালবাসা কত দামি, নেই যে তুলনা।
শান্তি আসে মন জুড়ে, সুখের ভাবনা।
মন বলে মধু ক্ষণ,  যেন বার বার ;
ফিরে আসে চিত্ত জুড়ে, সুখ কারবার।
মনের সুখের ঢেউ, যত দূর যায়;
কম্পিত হৃদয় যেন, আরো সুখ চায়।


রচনা কাল ঃ
২১/০৭/২০১৭ ইং
৯ঃ৪২ পিএম।