তুমি এসে ছিলে বাড়ি, বলে ছিলে কথা।
মন জুড়ে সুখ ছিল, দূরে ছিল ব্যথা।
কত কথা বলা হল, পাশাপাশি বসে।
কথা ছলে নানা ঢঙে, তুমি ছিলে হেসে।
মিষ্টি মধু চোখ নিয়ে, তাকালে যখন;
হৃদয় সুখের নীড় , বাঁধে যে তখন।
কিছুক্ষণ পরে তুমি, গেলে বাড়ি ছেড়ে।
মন তাই হাহাকারে, গেল জ্বলে পুড়ে।


আবার তোমার সাথে, কবে হবে দেখা?
কত দিন মাস যাবে, ভেবে স্মৃতি রেখা।
মন বলে তারাতারি, দেখা হবে হায়।
হাসবো একই বাড়ি, গাছের ছায়ায়।
অপেক্ষা শুধু অপেক্ষা, সারা নিশি ভরে।
এসো ফিরে এই বাড়ি, তারাতারি করে।


রচনা কাল ঃ
০৫/০৮/২০১৭ ইং
৩ঃ০৭ পিএম।