বাঁধলে তোমায় নিয়ে, সুখের বাসর;
রঙিন হবে আমার, এই কুঁড়ে ঘর।
তোমার ছোঁয়ায় মন, স্বর্গ সুখে হাসে।
তাকালে হৃদয় কোণে, অশ্রু সুখে ভাসে।
স্বপ্ন গুলো চোখ জুড়ে, করে আনাগোনা।
সারা নিশি ঘুম হারা, শুধুই ভাবনা।
তুমি যে আমার প্রিয়া, জানে বিশ্বধরা।
কাছে এলে সুখ পাখি, দেয় বুঝি ধরা।


আকাশ বাতাসে পাখি, করে কলরব।
তুমি মোর প্রাণ প্রিয়া, বাড়ায় গৌরব।
বনে বনে ফোটে ফুল, সুগন্ধ ছড়ায়।
তুমি যদি কথা কও, মন ভরে যায়।
পাখির পাখায় যেন, তোমার পালক;
তাই পাখা সুখ হয়ে, দেয় যে ঝলক।


রচনা কাল ঃ
০৫/০৮/২০১৭ ইং
৬ঃ৩৪ এএম।