তুমি শত ব্যথা দিয়ে, ছেড়ে গেলে মোরে।
ভাবিনি কখনো আমি, ঠেলে দিবে দূরে।
ব্যথা ভরা বুক কাঁপে, দিবা নিশি জুড়ে।
আঁধার দহনে যেন, বুক যায় পুড়ে।
কাজল কালো নয়ন, দুঃখ দেয় মনে।
মেঘলা আকাশ দিন, অশ্রু দু'নয়নে।
স্মৃতিরা আঁধার ঠেলে, ঝাক বেঁধে আসে।
মনের গভীরে তারা, দুঃখ হয়ে হাসে।


শুধু তোমার কারণে, আজ নিস্ব প্রাণ।
দুঃখ বুকে চেপে তাই, কাটে সারাক্ষণ।
তোমার আমার স্মৃতি, শুধু যে আমার।
কান্না গুলো অশ্রু হয়ে, ঝরে বার বার।
তোমার ঠিকানা যেন, আজ ভুল পথে ;
দেখা হবে না তোমার, মুখোমুখি সাথে।


রচনা কাল ঃ
২৮/০৭/২০১৭ ইং
৯ঃ২৪ পিএম।