তুমিতো সুখেই আছো অপরাধী করে
সামান্য ঝরিয়ে অশ্রু গেলে পর ঘরে।
নিজের কাছেই নিজে যাই আজ হেরে
তুমিও হেরেছো বুঝি নাকি গেছো পেরে?
কিছুই জানার নেই আছো চুপচাপ
এখন বললে কথা হবে যেন পাপ।
চলছে জীবন তরী তবু মৃদু পায়ে
হারাবে একটু গেলে ওই দূর গাঁয়ে।


আমায় রাখবে মনে নাকি যাবে ভুলে
ব্যথার সাগরে ভাসি নাহি থাকো কূলে।
এভাবে জীবন থেকে করে দিবে বাদ
ভাবিনি কখনো আমি পড়ে যাবো খাদ।
কপালে সুখের রেখা যতটুকু ছিল
পূর্ণতা পেয়েছে বলে আজ ছুটি নিল।


রচনা কাল : ২১/১২/২০১৮ ইং