কিছু কিছু ভুল যদি মিথ্যে হয়ে যায়
প্রাণ পুড়ে মরে গিয়ে হাসি ফিরে পায়।
কাল সারা রাত প্রাণ শুধুই কেঁদেছে
সকালে তার কথায় মন যে হেসেছে।
বলে ছিল এক কথা রাত নয়টায়
উল্টা বুঝে অশ্রু ঝরে কান্না শুধু পায়।
দিন নয়টায় হল সেই ভুল হাসি
ব্যথিত হৃদয়ে সুখ এলো রাশি রাশি।


এক শব্দ অর্থ চার বোঝা বড় দায়
খেতে দিলে গায়ে মাখে করে হায় হায়।
এমন হয়েছে কাল জীবনে আমার
সয়ে গেছি তীব্র জ্বালা নীরবে আবার।
ভুল ভেঙে গেছে পরে মুছে গেছে কষ্ট
মাথা ব্যথা সেরে গেছে হয়ে ছিল নষ্ট।


রচনা কাল : ২২/০৯/২০১৮ ইং