আকাশের কালো মেঘ উড়ে উড়ে যাও
উত্তরে বন্ধুর বাড়ি তারে ডেকে দাও।
বৃষ্টি হয়ে ঝরে পড় তার সারা গায়
বলো তারে আমি আছি তার অপেক্ষায়।
ফোন দিতে বলো তারে তাড়াতাড়ি করে
তার কথা না শুনলে প্রাণ যাবে মরে।
ধীরে ধীরে মেঘ তাই উত্তরেতে যায়
আমার মনের কথা সে বুঝতে পায়।


বিকেলে প্রিয়ে আমার ফোন দিয়ে কয়
এখনো বৃষ্টি ঝরছে কত আর সয়।
আমি বলি রোদ হাসে আমাদের গাঁয়
কত দিন পড়ে বেলা রোদকে পাঠায় ।
তার পর দু'টি প্রাণ করে হাসা-হাসি
মুখে নয় মনে মন বলে ভালবাসি।


রচনা কাল : ২৭/০৭/২০১৮ ইং