ভাবনার বস্তু যদি যায় বহু দূরে
ভাবনাতে তবু থাকে যেন মন ভরে।
প্রাণ প্রিয়া চলে গেছে তবু আছে মনে
দিবানিশি ভাবনাতে থাকে প্রতিক্ষণে।
দুটি প্রাণে নয় আর একই ভাবনা
তবু কেন অন্য প্রাণে দেয় গো ছলনা।
ভালবাসা কাছে এলে ভাবনা যে আসে
দূরে গেলে সেই প্রেম তবুও সে হাসে।


ভাবনা যে মধু ভরা, আছে তিক্ত কথা
ভাবনাতে সুখ আসে, আসে বুকে ব্যথা।
প্রাণে প্রাণে মিশে যায় কত যে ভাবনা
ভুলতে গিয়ে তবুও ভুলাতো হয় না।
ভাবনা হয় না শেষ যায় না তো ক্ষয়ে
বেঁচে থাকে চিরকাল হৃদয়ে হৃদয়ে।


রচনা কাল : ১৬/০৩/২০১৮ ইং