ভবিষ্যৎ নিয়ে ভাবি বর্তমান তরে
চেয়ে দেখি খাদ্য নেই আজ আর ঘরে।
মাথা ব্যথা হয় শুরু কূল নাহি পাই
স্বপ্ন মাঝে মিছামিছি শুধু ডুবে যাই।
কাজ কাম ফেলে রেখে আটি মতলব
অর্থ সম্পদের ছবি দেখি যেন সব।
কাছে নাহি কিছু মেলে শুধু চিন্তা ছাড়া
মন মরা হয়ে ঘুরি তাই সব পাড়া।


কত দিন এই ভাবে যাবে আর দিন
লোক এসে যায় বলে শোধ করো ঋণ।
ঘুমহারা পথহারা বাঁচা বড় দায়
সব খানে জ্বালাতন মন কোথা যায়।
জানা নেই কোন পথে এতটুকু সুখ
ভাবনাতে মিথ্যা আশা কালো তাই মুখ।


রচনা কাল : ২৮/১১/২০১৮ ইং