ভাগ্য বলে মানো যারে সেতো ভাগ্য নয়
কাজ ছাড়া কোন কিছু নাহি হবে জয়।
বসে থেকে ভাগ্য গুনে চাও যদি সুখ
জানি আমি অবশ্যই কালো হবে মুখ।
পরিশ্রম ছাড়া যদি মেলে খাঁটি ধন
এত খাটাখাটি কেন তবে সারাক্ষণ।
হাত গুটে নাহি থেকে যাও কাজ করে
মূল্য পাবে তৃপ্তি পাবে পৃথিবীর পরে।


মূর্খ যারা মাপে তারা ভাগ্য কত খানি
এতটুকু শ্রম দিলে রক্ত হয় পানি।
ছুঁতে চায় নিলাকাশ পড়ে আছে খাদ
ভাবনাতে যায় উড়ে সব কিছু বাদ।
ভাগ্যফল পেতে চায় বিছানায় শুয়ে
ধীরে ধীরে পঙ্গু হয়ে থাকে তাই নুয়ে।


রচনা কাল : ০৬/১২/২০১৮ ইং