ভালবাসে বলে তাই পেতে চায় ঘর
বাড়ি ছেড়ে আসে যদি সবে হবে পর।
দু'পরিবারের কেউ মেনে নাহি নিবে
জানে যদি ঘাড় ধরে দূরে ঠেলে দিবে।
বুঝি সব তবু মন বুঝ নাহি মানে
দু'টি প্রাণ মিশে গেছে যেন এক প্রাণে।
অবিরত কথা গুলি শুধু কানে বাজে
পর হবে এই ভয় লাগে বুক মাঝে।


বিয়ে দিবে অন্য খানে কাঁদে প্রিয়া তাই
আমি ছাড়া তার বলে আর কিছু নাই।
পিতামাতা ভাই বোন সব নাকি মিছে
বুঝে শুনে এই মন নিজ করে নিছে।
সব ছেড়ে প্রেম পথে দিতে চায় পাড়ি
এত ভালবাসা তাই নাহি দিবো ছাড়ি।


রচনা কাল : ০৭/১২/২০১৮ ইং