ভালবেসে শুধু কান্না আর কিছু নাই
বেদনার দু'টি চোখে কত জল চাই।
শ্রাবণের বারি ধারা ঝরে অবিরত
জানা নাই বলে শেষ প্রাণ হয় ক্ষত।
পুড়ে যায় দেহ মন দিয়ে ভালবাসা
ভেঙে গেলে স্বপ্ন তবু বাঁধে বুক আশা।
মিছামিছি বসে তার থাকি অপেক্ষায়
জানি সেই পর বুকে শুয়ে গান গায়।


বিরহের সুরে বাঁধি কত শত গান
ছুঁয়ে গেলে তার প্রাণে পাবো যেন মান।
কিছু কিছু লোক আছে সুখী যদি হয়
পর ব্যথা তার মনে কিছু নাহি কয়।
এত জ্বালা হবে মালা বুঝে গেলে সেই
কান্না হবে মধুময় অশ্রু কোথা নেই।


রচনা কাল : ২৫/০২/২০১৯ ইং