ভালবেসে সুখ মেলে, পরম হৃদয়।
ভালবাসা ছাড়া মন, সুখ নাহি পায়।
প্রেম ভরা মন যেন, প্রেমে পড়ে যায়।
কিছুতেই সেই মন, ভয় নাহি পায়।
হাসে খেলে গান গায়, প্রেম খুঁজে যায়।
মন মতো মন পেলে, হৃদয়ে জড়ায়।
ভালবাসা দেয় নেয়, সুখ খুঁজে পায়।
দুটি মন মিলে তাই, ঘর বেঁধে যায়।


দুটি মন স্বপ্ন দেখে, এক সুতে গাঁথা।
দুটি মন মিলে গেলে, জুড়ে যায় ব্যথা।
এক ঘরে রয় তারা, বলে কত কথা।
পাশাপাশি বসে রয়, মাথা সেথে মাথা।
সুখ দুঃখে সেই ঘরে, বেঁচে যাক কথা।
এভাবেই যাক চলে, জন্ম জন্ম যথা।


রচনা কাল ঃ
০৯/০৮/২০১৭ ইং
৮ঃ২৪ পিএম।