ভোর বেলা পাখি ডাকে, সুমধুর সুর।
সারা দিন শুভ হোক, সুখ ভরপুর।
গায়ের উঁচু ভিটায়, শিমুল তলায়;
বসন্তের রঙে রঙে, প্রকৃতি সাজায়।
কুয়াশায় ঘেরা বন, কোথা যে লুকাল।
ফুটে আছে বনফুল, দেখে লাগে ভাল।
নানা গাছ নানা রঙে, এই ক্ষণ ধরে ;
দেখায় রুপের ঢঙ, যেন প্রাণ ভরে।


কিচিরমিচির শব্দ, উঁচু নিচু গাছে।
পাখি সুখে গান গায়, দুঃখ যাবে মুছে।
কোকিলের আগমনে, গানের আসর;
জমে উঠে গানে গানে, কম্পিত বাসর।
ফুলে ভরা পাখি ভরা, প্রকৃতির ধন;
বসন্তের রুপ রঙে, ভরে যায় মন।


রচনা কাল ঃ
০২/০৮/২০১৭ ইং
৬ঃ৩২ এএম।