বর্ষা কালে তরী পরে, বেশ মজা করে;
পিকনিক করা হয়, মহানন্দ সুরে।
ভোর ছয়টায় যেন, নদী ঘাটে এসে;
লোক জন জমা হয়, তরী জলে ভাসে।
হৈ চৈ হৈ চৈ করে সবে, ওঠে তরী পরে।
লোক ওঠা শেষ হলে, তরী যায় দূরে।
জোরালো মাইক নিয়ে, ডিজে গান দিয়ে;
তালে তালে হয় ড্যান্স, সর্ট গেঞ্জি গায়ে।


চারিদিকে জল ভরা, বন গলা জলে।
শনশন বায়ু মাঝে, তরী শুধু চলে।
গাঙের দু'ধারে লোক, নয়ন ঘুরিয়ে;
পিকনিক  ড্যান্স দেখে, থাকে যে তাকিয়ে।
কত ঘর জলে ভাসে, সব দেখা যায়।
ভ্রমণের ক্ষণ কাটে, সুখ বেদনায়।


রচনা কাল ঃ
২৭/০৭/২০১৭ ইং
৯ঃ০১ পিএম।