আশা ছিল মনে মনে ঘর বাঁধা হবে
ভেঙে গেছে দেহপ্রাণ শূন্য সব রবে।
স্বপ্ন ছিল যত চোখে সব গেছে নিভে
ছলছল দু'টি আঁখি আশা নাহি দিবে।
লজ্জা আজ চারদিকে করে আনাগোনা
জ্বলে পুড়ে বুক বুঝি হয়ে যায় সোনা।
কোন ভাবে এই মনে শান্তি নাহি পাই
বিরহের মাঝে শুধু তৃপ্তি খুঁজে যাই।


নিজ মন পর হলে বাঁচা বড় দায়
ঘর ভাঙা স্বপ্ন দেখে প্রাণ ভয় পায়।
হাহাকার কেন জানি নিত্য হয় সঙ্গী
দাম দেই যারে যত করে নানা ভঙ্গী।
একা তাই চিরকাল রবো অন্ধকারে
ভুল করে যাবো নাহি আর কারো ধারে।


রচনা কাল : ০৪/০৫/২০১৯ ইং