গলেতে পড়িয়ে মালা, নিতো যদি ঘরে;
পাগল পরান যেন, সুখে যেতো ভরে।
বসন্তের ফুল যদি, বার বার আসে;
জীবনের পথ যেন, শুধু শুধু হাসে।
নাই পেলাম জীবনে, সুখেরও দেখা।
জীবনের কত পথ, হয়ে গেল শেখা।
রঙিন দুয়ার বুঝি, রঙিন হল না।
জীবনের এই পথে, সুখ তো এলো না।


কত পথ কত দূর, পেরিয়ে এলাম।
সুখের দেখা আমার, নাহি যে পেলাম।
স্বপ্ন গুলো আশা গুলো, আগের মতন;
রয়ে গেছে যেন তারা, পায় নি জীবন।
বিরহের প্রাণ যেন, এমনি হারায়।
জীবনের এই পথ, ভুল ঠিকানায়।


রচনা কাল :
০৩/০৮/২০১৭ ইং
১০ঃ৪২ এএম।