স্বার্থ ছাড়া কোন কিছু আর নাহি বোঝো
ব্যথা দিয়ে সুখ তাই সারাক্ষণ খোঁজো।
হাসি ভরা মুখ নিয়ে কার সাথে চলো
কান্না দেখে পর কাছে কত কিছু বলো।
আজ আমি কেউ নই শুধু অবহেলা
দূর থেকে দেখে করো নানা ঢঙে খেলা।
কত কষ্ট পায় মন জানো নাক কিছু
আসো নাক আর তুমি মোর পিছু পিছু।


ভুলে যেতে চেয়ে ভুলে শত স্মৃতি আসে
বেদনার জলে বুক তাই যেন ভাসে।
একা একা সয়ে যাই যত দিছো জ্বালা
সব কষ্ট এই গলে করে নিছি মালা।
সুখে থাকো সুখী হও এই শুধু চাই
আমি একা যত দুঃখ যত কষ্ট পাই।


রচনা কাল : ০২/০২/২০১৯ ইং