প্রিয়জন ছেড়ে গিয়ে যদি সুখী হয়
অভিশাপ দিও নাক দিও নাক ভয়।
আশা করে ভালবেসে নাহি পেলে ঘর
আসে যদি ধারে সেই করো নাক পর।
চিরদিন দু'জনায় শত ক্রোশ দূরে-
ভালবেসে তবু থেকো মন প্রাণ জুড়ে।
কয়জনে ভালবেসে বলো সুখ পায়
হারানোর ব্যথা নিয়ে দিন কেটে যায়।


রাগারাগি করো নাক আর তার সনে
বিরহের জ্বালা জ্বলে সম দু'টি মনে।
অভিমান ভেঙে দিয়ে শান্ত হয়ে যাও
প্রেম সুরে সেই গান মন ভরে গাও।
ধীরে ধীরে একদিন তবে হবে খাটি
কষ্ট যত আছে প্রাণে সব হবে মাটি।


রচনা কাল : ১০/০৫/২০১৯ ইং