সব প্রাণী চলে ফেরে আছে বলে জ্ঞান
মূর্খ মুখে কত শুনি তাই ঘ্যানঘ্যান।
যত বুঝি তত মানি এর বেশি নয়
মৃত্যু আসে দ্রুত গতি করি নাহি ভয়।
ইহকাল পরে বুঝি আসে পরকাল
এই পাড়ে তরী পরে তোলে সবে পাল।
মাঝ পথে ঝড় বেগে ঢেউ ওঠে ঘুরে
তরী খানি ভাঙে সেথা মাঝি যায় উড়ে।


চাঁদ সুর্য জ্বলে রয় চলে যায় বেলা
শেষ হয় জীবনের যত থাকে খেলা।
পরকাল স্বপ্ন মাঝে স্বপ্ন হয়ে থাকে
বাস্তবেতে ভেবে শুধু চুল দাঁড়ি পাকে।
শাহিনের তিক্ত কথা বুঝে শুনে মানো
পরকাল বাদ দিয়ে ইহকাল জানো।


রচনা কাল : ২২/১১/২০১৮ ইং