যত দূরে যাও চলে খুঁজে নিবো বুকে
কষ্ট দিলে যাবো মরে যেন ধূকে ধূকে।
ভুল করে কোন দিন যাবো নাহি ছেড়ে
কভু যদি পর হও দুঃখ যাবে বেড়ে।
বুকে যত প্রেম আছে সবটুকু দিছি
বিনিময়ে কিছু সুখ এই প্রাণে নিছি।
মাঝে মাঝে বুক মাঝে উঠে হাহাকার
মন বলে কোন দিন ছেড়ে যাবে ধার।


কিছু হাসি মধুময় কিছু অশ্রু সুখী
ভেঙে যদি যায় মন হয় পোড়ামুখী।
সুখ আসে মৃদু পায়ে দুঃখ দ্রুত আসে
বিরহের কান্না চোখে অশ্রু হয়ে ভাসে।
জানি তুমি সব বোঝো দিবে নাহি কষ্ট
এই মন এই প্রাণ হবে নাহি নষ্ট।


রচনা কাল : ০৬/০৫/২০১৯ ইং