পাগলের বেশে ঘুরি লক্ষ পথ ঘাটে
কত স্থানে এই বুকে কত ব্যথা ফাটে।
কত লোক পাশে বসে কথা বলে হাসে
কষ্ট গুলো দূরে গিয়ে কেন জানি ভাসে।
কেউ নাহি বোঝে বুকে এত আছে জ্বালা
গলে থাকি মিছামিছি পড়ে প্রেমমালা।
স্বপ্ন সব স্বপ্ন রয় পূর্ণ নাহি হয়
অশ্রু ভরা দু'টি চোখ কত কথা কয়।


জন্ম হল কষ্ট নিয়ে কষ্টে কাটে দিন
আরো কষ্ট পৃথিবীতে পেতে আছি ঋণ।
সুখ চেয়ে লাজে মরি সুখ নাহি পাই
কিছু সুখ পেলে তাতে গান গেয়ে যাই।
এইভাবে যাচ্ছি চলে জীবনের শেষে
যত ইচ্ছে থাক কষ্ট এই বুক ঘেষে।


রচনা কাল : ১৬/০২/২০১৯ ইং