সাদা সাদা রাজহংসী অবিন্যস্ত ওড়ে নক্ষত্রের অভিমুখে
পরিত্যক্ত বাড়ির মতন পড়ে থাকি এই আমি
অরণ্যের গভীরে (।) কোথাও জ্বলে বুকের বিষাদ
কোথাও পাতার অবসাদ—
ছাই রঙ, শুধু ছাই রঙ—যেন পাথরঘুমের শয্যা পেতে
শুয়ে আছে হৃদয়ের প্রেম।


শিয়রে চাঁদের অভিমান
নক্ষত্রের জানালায় ঝুলে থাকে আলোর সুঘ্রাণ।


আকাশ শুনেছে তবে রাজহংসীদের সব গান!