কোথা' সে নহর জীয়ন প্রহর বহতা মন
জলের কাব্য নদীর নাব্য সহজ জীবন।।


পেনসিল ভুল হুলস্থুল হিজলের মূল
অহর্নিশ নিশপিশ মেঘের আঙুল।
কোথা' সে দুপুর চেনা সে নূপুর তমাল বন
রোদ্দুর মুখ পথ উন্মুখ ঘুঘু নির্জন।।


জারুল বিষাদ নোনা নোনা স্বাদ ঢেউয়ের নাদ
পঞ্চভূত শ্যাওড়া ভূত চাঁদের প্রমাদ
কোথা' সে আড়াল খেয়ালি উড়াল আলাপন
ময়ুর শ্রাবণ পেখম পবন প্রেমের প্লাবন।।