আমাদের আর দেখা হবে না
হাতে হাত রেখে চলা রাস্তাটাও
মৃতচিহ্নের মতো পড়ে রবে।


গন্ধরাজ তার সুভাষ হারাবে -
বাগান বিলাসের সমস্ত পাতা ঝরে যাবে,
পাতাবাহার তার সৌন্দর্য হারাবে।


চৈত্রের প্রবল খরায় তোমার হৃদয় গহীনের
সমস্ত জল শূন্য হবে।
সেথায় জাগবে অভিমানের বালুচর।
ধূসর বর্ণের পাহাড় গড়ে উঠবে।


বিষন্ন বেদনায় মায়াবী চাঁদটাও
অসীম মেঘে হারিয়ে যাবে।


তব একদিন -
প্রকৃতি তার স্বরূপে ফিরবে
সে-দিন গন্ধরাজে সুভাষ ফিরবে।
সেই চিরচেনা রূপে বাগান বিলাস আর পাতাবাহারের ও সৌন্দর্য আসবে।
তোমার মনের গহীনে জোয়ার উঠবে।
অভিমানের পাহাড় ভেঙ্গে সবুজ বন হয়ে যাবে।


সে-দিন তোমার দুয়ারে প্রেমের আনাগোনা বাড়বে।
আকাশের মায়াবী চাঁদটাও রাতে আলো ছড়াবে।
আলোয় আলোয় ভরে উঠবে এই ভূমন্ডল।
তবুও আমাদের আর দেখা হবে না।